Logo
Logo
×

রাজধানী

উত্তরায় ফোন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলেন তরুণী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

উত্তরায় ফোন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলেন তরুণী

প্রতীকী ছবি

মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েও রেহাই পেল না যুবক। তরুণীর সাহসিকতায় ধরা পড়ে যেতে হলো কারাগারে। রাজধানীর তুরাগ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উত্তরার খালপাড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ১৮ নম্বর সেক্টরের বাসায় ফিরছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফিসা নাওয়ার মাহি। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের কাছে যেতেই পেছন থেকে দুই যুবক মোটরসাইকেলে এসে তার ভ্যানিটিব্যাগ ও ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

মাহি যুগান্তরকে বলেন, বাসায় যাওয়ার পথে ১৭ নম্বর সেক্টরের বউ বাজারের পাশে ওই দুই তরুণকে দেখতে পাই। এরপর রিকশাচালককে নিয়ে ধাওয়া দিয়ে তাদের একজনকে ধরে ফেলি। অপর যুবক মোবাইলসহ পালিয়ে যায়। পরে লোকজন জড়ো হয়। ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে তুরাগ থানা পুলিশ ছিনতাইকারী তুহিনকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সহযোগী কাকন ফোনটি নিয়ে পালিয়েছে।

তুরাগ থানার ওসি রাহাত খান জানান, রাতেই ওই তরুণী থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী কাকনকেও গ্রেফতার করা হয় এবং ছিনতাই করা ফোনটি উদ্ধার করা হয়। গ্রেফতার তুহিন ও কাকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম