Logo
Logo
×

রাজধানী

তরুণরাই দেশের প্রাণ শক্তি: মাউশি মহাপরিচালক

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

তরুণরাই দেশের প্রাণ শক্তি: মাউশি মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. একিউএম শফিউল আজম বলেছেন, বাংলাদেশের সমস্ত স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণ সমাজ ৷ তরুণরাই এদেশের প্রাণ শক্তি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে তারুণ্যের উৎসব ও মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শফিউল আজম বলেন, জুলাই-আগস্ট  আন্দোলনের  মাধ্যমে এদেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে ২০২৪ এর যোদ্ধারা। প্রায় নয়’শ শহীদ এবং প্রায় বার হাজারের বেশি তরুণের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বীরগাথা ইতিহাস।

তারুণ্যের উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে মাউশির এসইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ঢাবির ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম