Logo
Logo
×

রাজধানী

ইডেনের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৪ এএম

ইডেনের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা রাত ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।’  

হাজারীবাগের এক বাসিন্দা জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে ও তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস বলে জানান জগদীশ।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম পুষ্পিতা (২১)। তিনি ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুষ্পিতা জামালপুর সদরের বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসার মহিলা হোস্টেলে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম