Logo
Logo
×

রাজধানী

দিনদুপুরে সীমান্ত স্কয়ারে সোনার দোকানে চুরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

দিনদুপুরে সীমান্ত স্কয়ারে সোনার দোকানে চুরি

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিংমলের একটি সোনার দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে।তবে কী পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেছে, সেটি রাত ৮টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে (নিচতলা) ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, দোকানের কর্মীরা জুমার নামাজ পড়তে গেলে সেই সুযোগে চোর চক্রের সদস্য ভেতরে ঢুকে ডিসপ্লেতে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান যুগান্তরকে বলেন, দোকানের কর্মীরা জুমার নামাজ পড়তে গেলে একটি চক্র শাটার খুলে ডিসপ্লেতে থাকা অলংকার চুরি করে নিয়ে যায়। তবে কী পরিমাণ অলংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম