সায়েন্স ল্যাব এলাকায় ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০২:০২ এএম
![সায়েন্স ল্যাব এলাকায় ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/01/1-(20)-67744de23b93a.jpg)
ছবি: সংগৃহীত
‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকা বর্ণিল রূপে সাজানো হয়। রাত ১২টা বাজার আগেই থেমে থেমে আতশবাজি ফুটাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ভবনে আলোকসজ্জা। সায়েন্স ল্যাবের পপুলার হাসপাতালের আশপাশের ভবন থেকে আতশবাজি ফোটানো হচ্ছিল। ১২টা বাজার সঙ্গে সঙ্গে পুরো এলাকা আতশবাজিতে ছেয়ে যায়।
জিগাতলা এলাকায় সাধারণ মানুষ সড়কে নেমে আসে। রাজিব নামের এক শিক্ষার্থী যুগান্তরকে জানায়, ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে বন্ধুদের সঙ্গে বের হয়েছেন। কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়ায় উপভোগ করছেন এবারের থার্টি ফার্স্ট নাইট।
ধানমন্ডি ২৭ নম্বর ও এর আশপাশেও আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করতে দেখা গেছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যদের তল্লাশি চালাতে দেখা গেছে। আবাহনী মাঠের পাশের মূল সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালাতে দেখা গেছে।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জিসানুল হক যুগান্তরকে বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।