Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে আতশবাজি পটকাসহ গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

রাজধানীতে আতশবাজি পটকাসহ গ্রেফতার ১

রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন রাহাতের হেফাজত থেকে ১০টি কার্টন ও ১০০ প্যাকেট আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

সোমবার রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। পরে মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডিবি লালবাগ বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকবাজার থানার বড় কাটারা গলির সোলায়মান টাওয়ারসংলগ্ন আরিফ ট্রেডার্সের মধ্যে কয়েক ব্যক্তি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচার জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাহাতকে চকোলেট বোমা, ক্লাস্টার বোমা, পাতা বোমা ও রকেট বোমাসহ গ্রেফতার করা হয়। এ সময় ২-৩ জন দেৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচা, মজুত ও পরিবহণ চক্রের সদস্য। তারা সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনাবেচার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম