৬ ঘণ্টা পর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ শেষে প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় কমলাপুর থেকে জামলাপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা অবরোধ শুরু করেন। তারা মহাখালী, আগারগাঁও, বছিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। অবরোধের এক পর্যায়ে দুপুরের দিকে মহাখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় চালকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়।
মহাখালী রেললাইনের পাশপাশিসংলগ্ন সড়ক অবরোধ করায় ঢাকার বাইরে ছেড়ে যাওয়া এবং বাইরে থেকে ঢাকায় আসা দূরপাল্পার বাসগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এই অবরোধের প্রভাবে রাজধানীর গুলশান, খিলগাঁও, বাড্ডা ও মেরাদিয়া যেতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ব্যাটারিচালিত রিকশাচালকেরা মহাখালী থেকে সরে যাওয়ায় বেলা সোয়া ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বেলা ২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাটারিচালিত রিকশাচালকেরা বিক্ষোভ করেন। সকাল নয়টা থেকে আগারগাঁও ক্রসিংয়ে চলতে থাকা অবরোধ বেলা একটা পর্যন্ত চলে। এই অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমলাপুর থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে ছেড়ে যায়নি এবং ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন ঢাকার কমলাপুরে পৌঁছায়নি।
তিনি বলেন, অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। অলরেডি জামালপুর এক্সপ্রেস ছেড়ে গেছে। যেসব ট্রেন সকাল থেকে অপেক্ষারত আছে, সেগুলোও ছেড়ে যাবে। রাতের মধ্যেই শিডিউল ঠিক হয়ে যাবে।