Logo
Logo
×

রাজধানী

চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল

রাজধানীর মিরপুরে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ওই নেতার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি তিনি। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৪ নভেম্বর মিরপুর-১ নম্বর শাহআলী কাঁচা বাজারের ১নং দোকানে এ ঘটনা ঘটে। ১২ নভেম্বর দারুস সালাম থানায় এ নিয়ে একটি অভিযোগ দেন ব্যবসায়ী ইউছুফ। ওই বিএনপি নেতার নাম সোহেল খান। তিনি দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ইউছুফের দোকানে এসে তার কাছে টাকা দাবি করেন সোহেল খান। কিসের টাকা জানতে চাইলে সোহেল খান বলেন, ‘টাকা চাইলাম দিবি, কিসের টাকা সেই কৈফিয়ত তোকে দেব না।’ 

ইউছুফ টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল খান ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে দোকান ভাঙচুর ও ইউছুফকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে ইউছুফের মোবাইল ফোন ছুড়ে ফেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ইউছুফ বলেন, আমি তার পা ধরে ক্ষমা চাই। তার পরও সে আমাকে পিটিয়েছে। দোকান ভাঙচুর করেছে। অভিযোগের বিষয়ে জানতে সোহেল খান বলেন, আমি ইউছুফ নামে কাউকে চিনি না। আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। পরে এই প্রতিবেদককে বলেন, আপনি চা খেতে আসেন। সরাসরি কথা বলি। 

দারুস সালাম থানার ওসি রাকিবুল হাসান বলেন, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম