চিল্লায় যাওয়ার পথে শাহবাগে মুসল্লির মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
প্রতীকী ছবি
তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার উদ্দেশে ঢাকার কাকরাইল মসজিদে যাওয়ার পথে শাহবাগ এলাকায় অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম জিনু শেখ (৬৫)।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।জিনু শেখ কুড়িগ্রামের বুড়িঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের বাসিন্দা।
জিনু শেখের প্রতিবেশী আবু তালেব নামে তাবলিগের এক সাথী বলেন, কুড়িগ্রামের বুড়িঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়ন থেকে চিল্লায় যাওয়ার উদ্দেশে ৫০ জনের একটি দল বাসে করে ঢাকায় আসেন। শাহবাগ এলাকায় নেমে সবাই পায়ে হেঁটে কাকরাইল মাসজিদে যাচ্ছিলেন। এ সময় জিনু শেখ অসুস্থ হয়ে পড়লে গ্যাসের ওষুধ খান। কিন্তু অবস্থার উন্নতি না হলে তার সঙ্গে থাকা অন্যরা (তাবলিগের সাথী) দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, তাবলিগ জামাতের এক সাথীকে অসুস্থ অবস্থায় আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।