Logo
Logo
×

রাজধানী

শাহজালালে বোর্ডিং ব্রিজ ভেঙে ক্ষতিগ্রস্ত কুয়েত এয়ারের উড়োজাহাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

শাহজালালে বোর্ডিং ব্রিজ ভেঙে ক্ষতিগ্রস্ত কুয়েত এয়ারের উড়োজাহাজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ ভেঙে পড়ায় এটি ক্ষতির শিকার হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি (ফ্লাইট নাম্বার কেউইউ ২৮৩) ২৮৪ জন যাত্রী নিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নামার পর রাত আড়াইটার দিকে উড়োজাহাজের সঙ্গে সংযুক্ত বোর্ডিং ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। ওই সময় শুধু পাইলট ও কেবিন ক্রুরা উড়োজাহাজে ছিলেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।

বর্তমানে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন, কাছাকাছি একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কুয়েত থেকে আসা কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে বিনামূল্যে ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম