মোবাইল চুরির অপবাদে চকবাজারে ভবন থেকে ফেলে তরুণকে হত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
![মোবাইল চুরির অপবাদে চকবাজারে ভবন থেকে ফেলে তরুণকে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/01/Untitled-9-6724fcb3c4418.jpg)
প্রতীকী ছবি
রাজধানীর চকবাজারে মোবাইল চুরির অপবাদ দিয়ে জীবন (১৮) নামে এক তরুণকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসার কেয়ারটেকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চকবাজারের মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। কাঁচাবাজারের পাশে একটি ভবনের সাত তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। একটি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন তিনি।
জীবনের চাচা জিয়াউদ্দিনের অভিযোগ, আমাদের ভবনের অন্য একটি ফ্ল্যাটে কেয়ারটেকার লতিফ পরিবারসহ থাকেন। দুই-তিন দিন আগে তার মোবাইল হারিয়ে যায় বলে শুনতে পারি। এ ঘটনায় জীবনকে চুরির অপবাদ দিয়ে কেয়ারটেকার লতিফ, তার ছেলে শাওন ও স্থানীয় কিছু লোকজন জোরপূর্বক ছাদে ডেকে নিয়ে যায়। পরে তর্কবিতর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন যুগান্তরকে বলেন, মোবাইল চুরির অভিযোগে জীবনকে ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করার তথ্য সঠিক। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।