অভিযানের মধ্যেই ব্যবসায়ীকে হুমকি দিল কিশোর গ্যাং
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৩৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাই ও ডাকাতি রোধে সম্প্রতি সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সাঁড়াশি অভিযান চলছে।গতকাল সোমবার (২৮ অক্টোবর) অভিযানের মধ্যেই নবোদয় কাঁচা বাজারের পাশে মোহাম্মদিয়া হোমস গেট এলাকায় ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে দোকানের ভেতর প্রবেশ করে ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে কিশোর গ্যাং চক্রের কয়েকজন সদস্য।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় মোহাম্মদী হোমস এর পাশে মদীনা ফার্মেসিতে এমন ঘটনা ঘটে।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ফার্মেসিতে রাত সাড়ে ১২ টায় তিনজন কিশোর গ্যাং চক্রের সদস্য প্রবেশ করে। এ সময় কয়েকজন ক্রেতাদের সামনেই দেশীয় অস্ত্রশস্ত্র হাতে প্রথমে তিনজন পরবর্তীতে ৫-৬ জনের একটি দল ফার্মেসিতে প্রবেশ করে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ব্যবসায়ীকে। তখন দোকান মালিককে বারবার সাবধান করে গতকাল অর্থাৎ আজ (মঙ্গলবার) দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় তারা।
জানা যায়, এ ঘটনার সাথে নবোদয় এলাকার কিশোর গ্যাং চক্র 'এলেক্স সুমন' গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা জড়িত। এ গ্রুপের মূলহোতা এলেক্স সুমন গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে তিনটায় ওই ব্যবসায়ীকে আবারও মোবাইল ফোনে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানান।
যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেও কিশোর গ্যাং সদস্যদের এমন হুমকির ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার আতঙ্কিত হয়ে পরেছেন। ব্যবসায়ীর ভাই হাম্মাদুর রহমান জানান, গতকাল রাতে একজন এসে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে চাঁদা দাবি করে। ওই সময় আশপাশের কয়েকজন মিলে আমরা তাকে আটক করি। সে সময় বেশ কয়েকবার থানা পুলিশ,র্যাব ও সেনাবাহিনীকে বিষয়টি জানাই। কিন্তু তারা অন্য এলাকায় অভিযানে থাকায় আসতে পারে নি। তখন আমরা আশপাশের ব্যবসায়ীরা মিলে ওই চাঁদাবাজের বাবা-মা কে খবর দিই। তারা আসার পর তার ছেলে এমন কাজে আর লিপ্ত হবে না মর্মে সবার সামনে আমাদের আশ্বস্ত করে যায়। এর ঠিক ১ ঘণ্টা পরেই ৫-৬ জনের একটি গ্রুপ অস্ত্রশস্ত্র হাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ভাই ও আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। একদিকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অন্যদিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে এসে কিশোর গ্যাং চক্রের সদস্যরা আমাদের হুমকি দিয়ে গেছে। এ নিয়ে আমরা জীবন শঙ্কার মধ্যে রয়েছি।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করীম জানান, সম্প্রতি কিশোর গ্যাং,ডাকাতি ও ছিনতাইসহ অপরাধীদের গ্রেফতার করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এছাড়াও, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সকল রকম অপরাধ কর্মকাণ্ড রোধে আমরা নিয়মিত আমাদের টহল ও অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি যারাই অপরাধের সাথে জড়াবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।