গভীর রাতে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৭
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১১ এএম
গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু করে সেনাবাহিনী।
অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ অভিযানে প্রায় ৭ জনকে আটকের খবর পাওয়া গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও নাম প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্প্রতি মোহাম্মদপুর এলাকার মাদক সাম্রাজ্য হিসেবে আলোচনায় আসে জেনেভা ক্যাম্প। জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন নিহতের ঘটনাও ঘটেছে। এ ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। কয়েক দফায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
তাই সোমবার দিবাগত রাতে আবারও ক্যাম্পটিতে অভিযান চালায় যৌথ বাহিনী।
জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
মোহম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করতে রাতে অভিযানে নেমেছে সেনাবাহিনী। পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারেও কাজ করছে তারা।