চুরির অপবাদে পায়ে শিকল বেঁধে নির্যাতন ও চাঁদা আদায়, গ্রেফতার ২
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম
চুরির অপবাদে রাসেল ও সুজন নামে ১৭ বছরের দুই কিশোরকে পায়ে শিকল বেঁধে নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর উত্তরার এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮) ।
সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, মোবাইল ও ফ্যান চুরির অপবাদে গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ওই দুই কিশোরের পায়ে লোহার শিকল পরিয়ে তাদেরকে উত্তরা ৯ নম্বর সেক্টরস্থ ৬নং রোডের নাভানা সিএনজি অটোমোবাইল নামক একটি গাড়ির গ্যারেজে আটকে রাখা হয়।
এ সময় অভিযুক্তরা কিশোর সুজনের মাকে কল দিয়ে ডেকে এনে তার কাছে ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া হবে না বলেও হুমকি দেয় আসামিরা।
পরে নিরুপায় হয়ে মা রাসিদা বেগম ৩৩ হাজার টাকা জোগাড় করে এনে দেওয়ার পর সাদা কাগজে স্বাক্ষর রেখে সুজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সুজনের বন্ধু রাসেলকে না ছেড়ে পায়ে শিকল লাগিয়ে তাকে গ্যারেজে আটকে রাখে অভিযুক্তরা।
এ ঘটনায় সুজনের মা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করলে ঘটনাস্থল থেকে পায়ে শিকল পরা অবস্থায় কিশোর রাসেলকে উদ্ধার করে পুলিশ। এ সময় আসামিদেরও গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এ বিষয়ে ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আসামিরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভিকটিমদের মারধরসহ চাঁদা আদায় করে। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।