জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ শিশু মারা গেছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ শিশু সাজ্জাদ (৮) মারা গেছে। ঘটনার দুই দিন পর সোমবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অপর দুজন আমিন (২৭) ও শফিক (৩২) একই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, ২৬ অক্টোবর সন্ধ্যায় ভয়াবহ সংঘর্ষের পেছনে ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল, গাল কাটা মনু, চুয়া সেলিম, আকরাম, শাহ আলম, পিচ্চি রাজা ও কলিম জাম্বুর নাম উঠে এসেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।