Logo
Logo
×

রাজধানী

ওষুধ কিনতে গিয়ে অপহৃত যুবককে উদ্ধার করল র‌্যাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:০৩ এএম

ওষুধ কিনতে গিয়ে অপহৃত যুবককে উদ্ধার করল র‌্যাব

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে সন্তানের ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হন সাজ্জাদ হোসেন শান্ত (৩৭) নামে এক ব্যক্তি। অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ নিয়ে মামলা হলে পুলিশের পাশাপাশি নজরদারি শুরু করে র‌্যাব। 

শুক্রবার দুপুরে র‌্যাব-২ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে উদ্ধার করে অপহৃত সাজ্জাদ হোসেন শান্তকে। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। 

তারা হলেন-মো. রোমান হোসেন (৩৮), মো. মুন্না (৪২), মো. সাইফুল ইসলাম (৩৭) ও মো. আব্দুল্লাহ আল মামুন রুবেল (২৩)। শনিবার র‌্যাব-২ এর এএসপি শিহাব করিম জানান, অপহৃত শান্তর সঙ্গে পূর্বশত্রুতা ছিল অপহরণকারীদের। ২০ অক্টোবর বিকালে তাকে অপহরণ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল শুক্রবার দুপুরের দিকে সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম