শনিবারও ট্রেনে ৩ থেকে ৮ ঘণ্টা শিডিউল বিপর্যয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:৩৪ এএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় শনিবারও তিন থেকে ৮ ঘণ্টা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ কারণে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রাজধানীর কমলাপুর স্টেশনে আসা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, আজ বা কালকের মধ্যে ট্রেনের শিডিউল পুরোপুরি ঠিক হয়ে আসবে।
এদিন কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী শিডিউল বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছয়টি কোচ লাইনচ্যুত হওয়ায় দুদিন ধরে বহু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উঠে আসবে। এজন্য রেলপথ বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিলম্বের কারণে শনিবারও দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একটি হল সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল বেলা ১১টা ১৫ মিনিট। অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিট। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, শিডিউল অনুযায়ী ট্রেন চালাতে। কিন্তু পেরে উঠতে পারছি না।
কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের অনেকে জানান, প্রায় প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা থেকে সাড়ে ৭ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এবং ছেড়ে যাচ্ছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বিত ট্রেনে যেতে না চাওয়া যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হচ্ছে।