Logo
Logo
×

রাজধানী

দ্রব্যমূল্য কমানোসহ ৩ দাবি সচেতন নাগরিক সমাজের

Icon

রামপুরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

দ্রব্যমূল্য কমানোসহ ৩ দাবি সচেতন নাগরিক সমাজের

ফাইল ছবি

তিন দফা দাবিতে রাজধানীর মালিবাগ মোড়ে সচেতন নাগরিক সমাজের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ করা, দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবামূল্য হ্রাস করা ও পলিথিন নিষিদ্ধ নয় রিসাইক্লিং পদ্ধতি চালু করা। 

বৃহস্পতিবার আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক সমাজের শতাধিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্প্রতি স্কুল ও মাদ্রাসায় ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সারের (এইচপিভি) টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ১০ থেকে ১৪ বছর বয়সি ৬২ লাখের বেশি কিশোরীকে এ টিকা দেওয়া হবে। তারা বলেন, করোনার টিকার দেওয়া পর কম বয়সিদের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোক দেখা দেয়। ঠিক একইভাবে এইচপিভি টিকা দেওয়ার পর স্ট্রোকের প্রমাণ আছে। 

বক্তারা বলেন, দ্রব্যমূল্য, চিকিৎসা সেবা ও ওষুধপত্রের মূল্য কমাতে হবে। দ্রব্যমূল্যের ও সেবামূল্যের ঊর্ধগতি রোধ করে তা জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। 

বক্তারা আরও বলেন, রাজধানীসহ সারা দেশে পলিথিন তৈরির হাজার হাজার কারখানা রয়েছে। পলিথিন ও প্লাস্টিক পণ্যের সঙ্গে প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। সম্প্রতি দেশে পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পলিথিন বন্ধ করে দিলে ২ কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম