রাজধানীতে ফ্লাইওভারের নিচে পড়েছিল গুলিসহ বিদেশি পিস্তল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম
ছবি: ডিএমপি থেকে সরবরাহকৃত
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে সায়েদাবাদের করাটিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের নিচে পিলার সংলগ্ন ময়লার ওপর থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করে সিটিটিসির ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।
উদ্ধারকৃত .২২ বোরের বিদেশি পিস্তলটি জার্মানির তৈরি এবং Luger ব্র্যান্ডের। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।