রাজধানীর গুলিস্তান আনন্দবাজারে পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পিএম
![রাজধানীর গুলিস্তান আনন্দবাজারে পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/17/IMG_20241017_234016_(995_x_560_pixel)-67114efec704d.jpg)
রাজধানীর ফুলবাড়িয়া পশ্চিম আনন্দবাজার পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন
![রাজধানীর গুলিস্তান আনন্দবাজারে পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/17/IMG_20241017_234006_(995_x_560_pixel)-67114eff61d9e.jpg)
পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেক মোল্লাকে পটুয়াখালী কোড থেকে অপহরণ করে ১২টি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং তার ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
![রাজধানীর গুলিস্তান আনন্দবাজারে পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/17/IMG_20241017_233956_(995_x_560_pixel)-67114eff80ee4.jpg)
ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলের পায়তারার প্রতিবাদে গুলিস্তান আনন্দবাজার অফিসে প্রতিবাদ জানিয়েছে আনন্দবাজার পঞ্চায়েত কমিটি ।
রাজধানীর ফুলবাড়িয়া পশ্চিম আনন্দবাজার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেক মোল্লাকে পটুয়াখালী কোর্ট থেকে অপহরণ করে ১২টি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং তার ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলের পায়তারার প্রতিবাদে গুলিস্তান আনন্দবাজার অফিসে প্রতিবাদ জানিয়েছে আনন্দবাজার পঞ্চায়েত কমিটি ।