পল্লবীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে খামার দখলের অভিযোগ
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমানুল্লাহ আমানের বিরুদ্ধে ইয়ামিন নামে এক ব্যবসায়ীর মাছের খামার দখলের অভিযোগ উঠেছে। খামার দখল করে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মিথ্যা মামলাও দেওয়া হয়। ২০১৫ সালের আগস্ট মাসে পল্লবীর ১২ নম্বর (এভিনিউ ২) টেকেরবাড়ি সিরামিক রোডে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর পল্লবী থানায় একটি অভিযোগ দেন ব্যবসায়ী ইয়ামিন।
অভিযোগে জানা গেছে, ২০১৫ সালে ইয়ামিনের বাবা বিএনপি নেতা মমিন বক্স কিডন্যাপ হলে কয়েক দিন পর তার লাশ পাওয়া যায়। ওই সময় ইয়ামিন নাবালক ছিলেন। তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমান উল্লাহ তাদের মাছের খামার দখল করেন। শুধু মামলা দিয়েই ক্ষ্যান্ত হননি আমান; ইয়ামিনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলা দিয়ে তাদের এলাকা ছাড়া করেন।
ইয়ামিন বলেন, আমার বাবা কিডন্যাপ হওয়ার পর তার লাশ পাই। তখন আমার বয়স ছিল ১৪ বছর আর ছোট ভাইয়ের বয়স ৫ বছর। আমি ও আমার ছোট ভাই দুইজনই নাবালক ছিলাম। বাবা মারা যাওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমান আমাদের মৎস্য খামার জোরপূর্বকভাবে দখল নেয়। বিএনপি করার কারণে রাজনৈতিক মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।