মিরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ নেতার
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন বেপারী ওরফে কিলার সুমনের বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গত শুক্রবার (১১ অক্টোবর) মোবাইল ফোনে সাংবাদিক জহিরুল ইসলামকে মেরে ফেলার হুমকি দেন ছাত্রলীগ নেতা কিলার সুমন। মঙ্গলবার জহিরুল এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি জিডি করেন।
সুমন পল্লবীর আলোচিত শাহিন উদ্দিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি। সে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী। মিরপুরের বিভিন্ন থানায় কিলার সুমনের বিরুদ্ধে শাহিন উদ্দিন হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে কিলার সুমন তার ব্যক্তিগত মোবাইল ফোন- ০১৬১৬৭০২৮২৬ থেকে সাংবাদিক জহিরের মোবাইল ফোনে (হোয়ার্টস অ্যাপে) খারাপ ভাষায় গালিগালাজ করে। জহির তার কথার প্রতিবাদ করলে যে কোনো সময় তাকে প্রাণে শেষ করে দেবে বলে পরপর দুটি অডিও ভয়েজ পাঠায় সুমন।
এ ঘটনার কয়েকটি অডিও ক্লিপ যুগান্তরের হাতে এসেছে।
জহির বলেন, কিলার সুমন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের সময় সে নিরীহ সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে তার বাহিনী নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর মিরপুর-১০ নম্বরসহ মিরপুরের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে হামলা চালিয়ে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানা, রূপনগর থানা এবং মিরপুর থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। সে যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে।
জিডির তদন্তকারী কর্মকার্তা ও পল্লবী থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।