Logo
Logo
×

রাজধানী

তামিম হত্যা, রবি-মামুনকে গ্রেফতারে সহকর্মীদের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম

তামিম হত্যা, রবি-মামুনকে গ্রেফতারে সহকর্মীদের মানববন্ধন

নিহত তানজিল হাসান তামিম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে (সাময়িক বরখাস্ত) গ্রেফতারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। 

বেসরকারি দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে এই কর্মীকে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারের সামনে সাংবাদিক সহকর্মীরা এই কর্মসূচি পালন করবেন। টেলিভিশনটির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল হাসান তামিম হত্যায় ডিএনসি কর্মকর্তা মামুন এক নম্বর এবং বিএনপি নেতা রবি তিন নম্বর এজাহার নামীয় আসামি। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলেও রবি-মামুন এখনও অধরা রয়েছেন।

গত ১০ অক্টোবর সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত তামিমের বাবা। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রা.) লিমিটেডের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তামিমকে হত্যা করার অভিযোগ পরিবারের। ওই নির্মাতা প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা রবি। আর মাদকের কর্মকর্তা মামুনের শ্বশুরের সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধ ছিল জমির মালিকের।

ডিএনসি সূত্র জানিয়েছে, ঘটনার দিন থেকে মামুন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। আর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিকে দল থেকে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এর জবাবও দিয়েছেন। দলের পক্ষ থেকে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তবে ঘটনার দিন থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম