Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ

শিক্ষা কার্যক্রম বন্ধ: ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

Icon

ধানমণ্ডি প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পিএম

শিক্ষা কার্যক্রম বন্ধ: ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ খানের পদত্যাগের দাবিতে পর্যায়ক্রমে ধারাবাহিক মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ অভিভাবকরা।  

ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিগত দিনে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। এদিকে গত ২ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্টরা। 

সূত্রে জানা যায়, গত বুধবার (২ অক্টোবর) থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। 

ভুক্তভোগীরা দুর্নীতিবাজ অধ্যক্ষ দীন মোহাম্মদ খানের সব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শাস্তির দাবি জানান ৷

সোমবার (৭ অক্টোবর) সাড়ে ৩টার দিকে সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানটির মূল গেট বন্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা ৷ ভেতরে ব্রেঞ্চগুলোতে দুজন পুলিশ সদস্য ও তিনজন কর্মচারী বসে আছেন৷ একজন কর্মচারীকে হাত দিয়ে ইশারা করলে তিনি গেটের সামনে আসেন৷ 

নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই কর্মচারী যুগান্তরকে বলেন, অধ্যক্ষ দীন মোহাম্মদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি অব্যাহত আছে, এখন পর্যন্ত অধ্যক্ষ পদত্যাগ করেননি।

শিক্ষা কার্যক্রম চলমান আছে কিনা- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে, শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে ৷ অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের পাহারায় থাকবে ৷ 

একাধিক শিক্ষার্থী জানান, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা কাজ করছে ৷ আমাদের চাওয়া দুর্নীতিবাজ অধ্যক্ষ দীন মোহাম্মদ পদত্যাগ করে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। এতদিন আমরা তার ভয়ে মুখ খুলতে পারি নাই ৷ 

এদিকে গত রোববার (৬ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গভর্নিং বডির সভাপতি হিসেবে ঢাকা জেলা প্রশাসক মো. তানভীর আহমেদকে দায়িত্ব গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক এখনো দায়িত্ব বুঝে নেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।    

প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন কিনা- এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদকে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি ৷ 

আরও জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের ম্যানেজ করে বিগত সাত বছর ধরে একজন চেয়ারম্যানের মাধ্যমে অ্যাডহক কমিটি গঠন করে গভর্নিং বডির কোনো সদস্য না রেখেই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এই অধ্যক্ষ। 

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অধ্যক্ষ দীন মোহাম্মদ স্বেচ্ছায় ছুটির অজুহাতে গা-ঢাকা দিয়ে আছেন ৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম