উত্তরায় ছিনতাইকারীর আঘাতে যুবক নিহত
উত্তরা পূর্ব থানা প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম
উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (৬ অক্টোবর) হাউজ বিল্ডিং এলাকায় ভোরের দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহান (২৭)। তিনি পাবনা সদরে নাজিরপুর এলাকায় কুব্বক আলীর ছেলে। সে পেশায় একজন শ্রমিক।
সোহানের স্বজন জানায়, সোহান গতকাল রাতে কাজ করার জন্য পাবনা থেকে ঢাকা উদ্দেশ্যে বাসে চড়ে ঢাকায় আসে। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
রিকশা চালক রাকিব জানায়, ভোরে কামারপাড়া- আব্দুল্লাহপুর এলাকা থেকে একটা ট্রাক উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের নিচে এসে দাঁড়ায়। ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় তুলে দেওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। রক্ত মাখা শরীর দেখে তারও ভিষণ মায়া হয়, তাকে সে প্রথমে উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে যায়। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
কুয়েত মৈত্রী হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়।
এবিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে করে সোহানকে কোন জায়গা থেকে আজমপুর এনেছে এবং কারা ছুরিকাঘাত করেছে সেটা এখনও আমরা নিশ্চিত হতে পারেনি। ঢাকা মেডিকেলে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।