Logo
Logo
×

রাজধানী

বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু বায়জিদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম

বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু বায়জিদ

রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মো. বায়জিদ (৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশু বায়জিদের মৃত্যু হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা টোটন ও বুধবার রাতে মা নিপা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় বাবা, মা ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বায়জিদের শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার বাবা টোটন ও মা নিপার মৃত্যু হয়েছে।

নিহত বায়জিদের মামা মানিক জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ছাতিরচর গ্রামের। বায়জিদ ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম