Logo
Logo
×

রাজধানী

ছাত্র হত্যা মামলার আসামি জাতীয় গৃহায়ণের প্রকৌশলী

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

ছাত্র হত্যা মামলার আসামি জাতীয় গৃহায়ণের প্রকৌশলী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) শেখ সোহেল রানার বিরুদ্ধে।

মামলা হলেও বহাল তবিয়তে রয়েছেন তিনি।  

জানা যায়, শেখ সোহেল রানার দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় পদে পদে ক্ষুণ্ন হচ্ছে জাতীয় গৃহায়ণের ভাবমূর্তি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই কর্মকর্তা কদিন গা ঢাকা দিলেও বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জাতীয় গৃহায়ণে। গোপালগঞ্জের বাসিন্দা শেখ সোহেল রানা বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।  

গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে আহসান হাবিব তামিম নামে জবির গণিত বিভাগের এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে শেখ সোহেল রানাসহ ৯৫ জনের নামে মামলা  হয়।  রানাকে যে মামলার আসামি করা হয়েছে ওই মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা। মামলাটিতে সোহেল রানাকে ৮৯ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তার পরিচয় লেখা রয়েছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ। 

তামিম হত্যার বিচার চেয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে দাবি করে মামলাটি করেন আব্বাস আলী নামে এক ব্যক্তি। পরে মিরপুর মডেল থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন আদালত। 

মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার আসামিরা নির্বিচারে গুলি চালালে ভিকটিম আহসান হাবিব তামিম বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দিন ভিকটিম হাবিব ছাড়াও আরও অনেক ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হয়ে আহত ও নিহত হন। 

মামলার বাদী আব্বাস আলী বলেন, শেখ সোহেল রানার রাজনৈতিক পরিচয় আমার জানা আছে। তিনি একজন দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তা। সরাসরি ছাত্র হত্যায় জড়িত। ছবিসহ সব ডকুমেন্টস আছে। তিনি মিরপুরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই তাজুল ইসলাম বলেন, মামলার আসামিদের  ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মামলার আসামি শেখ সোহেল রানা মিরপুরের জাতীয় গৃহায়ণের প্রকৌশলী  (এসডিই)। এটি নিশ্চিত। তিনি এখন অফিসে আসেন না। তার পেছনে লোক লাগানো আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম