Logo
Logo
×

রাজধানী

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ এএম

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে পারিবারিক কলহের স্ত্রীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী। পরে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। এখন তিনি পল্লবী থানা হেফাজতে রয়েছেন।

শনিবার পল্লবী থানাধীন সাগুফতা এম এন হাউজিং ব্লক-বির একটি বাসায় এই ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম শামসুন্নাহার (৫২)। অভিযুক্ত স্বামীর নাম মোখলেছুর রহমান (৫৬)। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ি থানার মারিবালয় এলাকায়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মোখলেছুর। হত্যার পরে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন। আসামি মোখলেছুর রহমান এখন পল্লবী থানা হেফাজতে রয়েছে। থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টামের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম