Logo
Logo
×

রাজধানী

টোল প্লাজায় ব্যারিকেড ভাঙচুর কর্মীদের মারধর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ এএম

টোল প্লাজায় ব্যারিকেড ভাঙচুর কর্মীদের মারধর

ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। একটি পিকআপের যাত্রীদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের বাগ্‌বিতণ্ডা হলে প্লাজার ব্যারিকেড ভেঙে ফেলেন পিকআপ ভ্যানের যাত্রীরা। পরে তারা বেশ কয়েকজন কর্মীকে মারধর করেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে কুড়িল টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলছেন এক্সপ্রেসওয়ে সংশ্লিষ্টরা।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএম আখতার যুগান্তরকে বলেন, কিছু লোক খোলা পিকআপ ভ্যানে যাচ্ছিলেন। তারা টোল পরিশোধ করতে চাইলে খোলা পিকআপ ভ্যানে যাত্রী বহন অনুমোদিত নয় বলে তাদের জানানো হয়। সে সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তিনি বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে। তারা মনে করেছে যে, তাদের যেতে দেওয়া হবে না। অন্যদিকে, আমাদের নিয়ম হলো, মোটরসাইকেল, সিএনজি বা খোলা কোনো যানবাহনে যাত্রী বহন এক্সপ্রেসওয়েতে অনুমোদিত নয়।

এ বিষয়ে এক্সপ্রেসওয়ের অপারেশন ম্যানেজার ক্যাপ্টেন হাসান হাসিব খান যুগান্তরকে বলেন, নিরাপত্তার কারণেই এমন নিয়ম। তবে তারা মনে করেছিল, তাদের যেতে দেওয়া হবে না, এ কারণে কয়েকজন যাত্রী নেমে তর্ক করেন ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি খুবই সাধারণ ও ভুল বোঝাবুঝি থেকে হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, টোল প্লাজার কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর বিষয়টা ৯৯৯-এ কল করে জানানো হয়। এছাড়া পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জন নিয়ে একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কয়েকজন কর্মীদের গায়ে হাত তোলেন। 

এ বিষয়ে জানতে ভাটারা থানায় কল করা হলে পুলিশ বিষয়টি অবগত নয় বলে জানায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম