Logo
Logo
×

রাজধানী

‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

‘চাঁদা না দেওয়ায়’ পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতিসহ ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে।ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল (মঙ্গলবার) বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন।আজ (বুধবার) ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় দুইশ বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। 

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আমাদের মার্কেটের সভাপতি বাবু ভাইয়ের ওপর হামলার পর দুই শতাধিক বিএনপি লোকেরা আমাদের মার্কেটে এসে হামলা চালায়। এরা হাতে ছুরি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে আসে। এরা সদরঘাট থেকে টোকাইদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। বিএনপি নেতা সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, নূর হোসেনসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করে।এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। আশা করি, সব ঠিক হয়ে যাবে। ঘটনায় যারা জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে আমাদের হেফাজতে তিনজন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম