Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ৩ শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ৩ শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার 

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি বেল্ট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে। চলমান অভিযানের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর তার আমলে লাইসেন্স পাওয়া অস্ত্র জমা দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা হয়নি এবং পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে আছে ৮৪৯টি পিস্তল, ৬২২টি ১২ বোর শটগান, ৩৩৮টি চাইনিজ রাইফেল, ৬৬টি সাব মেশিনগান (এসএমজি), ১১টি হালকা মেশিন গানসহ (এলএমজি) টিয়ার গ্যাস লাঞ্চার, টিয়ার গ্যাস গান ও সিগন্যাল পিস্তল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম