Logo
Logo
×

রাজধানী

হাজারও ছাত্র-জনতার র‌্যালিতে উত্তরায় ‘শহিদি মার্চ’

Icon

মো. তারেক রহমান, উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

হাজারও ছাত্র-জনতার র‌্যালিতে উত্তরায় ‘শহিদি মার্চ’

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় রাজধানীর উত্তরায় ‘শহিদি মার্চ ও দোয়া’ অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে কয়েক হাজার শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উত্তরা ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ আয়োজনটিতে অংশগ্রহণ করেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর তিনটায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসমাজ উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়। পরে শহিদি মার্চের র‌্যালি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী পয়েন্ট হয়ে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে পৌঁছায়। র‌্যালিতে এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে নানা স্লোগান দেয়। শহিদি মার্চে অংশ নেওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী হামজা বিন জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, আমরা আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। খুনি হাসিনাসহ তার দোসরদের নেতৃত্বে আমাদের সহপাঠীদের উপর চালানো গণহত্যার বিচার আমরা চাই।

পরে বিকালে হাজারো ছাত্র-জনতার সম্মিলিত মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শিক্ষার্থী-অভিভাবকরা নিজেদের সহপাঠী ও সন্তানদের হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে পড়েন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম