
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম
ভিক্ষুক মাকে হত্যা করল ছেলে!

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম চান্তারা বেগম (৭০)। তিনি ভিক্ষা করে চলতেন। পারিবারিক কলহের জেরে ছেলে ও ছেলের স্ত্রী মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে ও স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছেন প্রতিবেশীরা।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।