রাজধানীর ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর শোরুমে আগুন দেওয়া হয়েছে। রোববার বেলা সাড়ে তিনটার দিকে দেওয়া এ আগুন সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত আগুন জ্বলছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুন দেওয়ার পর তা নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার চেষ্টা করেন। তবে তারা বিক্ষোভের মুখে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার যান। সন্ধ্যায় তারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
ইয়েলোর শোরুমটি পাঁচতলা একটি ভবনে অবস্থিত। চারতলাজুড়ে শোরুম ও ইয়েলো ক্যাফে নামের রেস্তোরাঁ রয়েছে। অপর তলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রচুর প্রাণহানির খবর পাওয়া গেছে।
দিনভর সংঘর্ষ ও গুলির ঘটনায় রাত ৯টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১-এ।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী নিহতদের মধ্যে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন।