Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে পুলিশ প্রশাসনকে পাশে থাকার আহবান আন্দোলনকারীদের 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম

মোহাম্মদপুরে পুলিশ প্রশাসনকে পাশে থাকার আহবান আন্দোলনকারীদের 

ছবি প্রতিনিধি

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মোহাম্মদপুর ও বসিলা তিন রাস্তার মোড় দখল করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনকে আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানান। 

আজ (রোববার) বেলা সাড়ে ১১টা থেকে মোহাম্মদপুর ও বসিলা তিন রাস্তার মোড় দখল করে এমন দাবি জানান আন্দোলনকারীরা।

বেলা সাড়ে এগারোটা থেকে বিক্ষোভকে কেন্দ্র করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। আন্দোলনকারীরা জড়ো হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন গোলাগুলি কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি।

দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি সেনাবাহিনীর সাথে দায়িত্বে থাকা একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন। 

এ সময় আন্দোলকারীরা সেনাবাহিনীর প্রতিনিধি দলকে জানায়, তারা পুলিশ প্রসাশনকে সর্বোচ্চ সহায়তা করবে। তবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে যদি আওয়ামীলীগ, ছাত্রলীগ কিংবা অন্য কোন অঙ্গসংগঠন হামলা করে। তাহলে তারাও কঠোর অবস্থানে যাবে। তারা কোন সহিংসতা চায় না। তারা প্রশাসনকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করবেন বলে আশ্বস্ত করেন সেনাবাহিনীর সাথে থাকা প্রতিনিধিকে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম