Logo
Logo
×

রাজধানী

ছাত্র হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম

ছাত্র হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাংবাদিকরা। 

শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে একাংশ) ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এই সমাবেশ আর সাংবাদিকদের সমাবেশ নেই। এটি সাংবাদিক ও জনতার সমাবেশে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সাংবাদিক জনতা নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। 

সমাবেশে বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, পুলিশ ইচ্ছা করে ছাত্রদের ওপর গুলি করেনি। শেখ হাসিনার নির্দেশে গুলি করতে হয়েছে। পুলিশ নয়, শেখ হাসিনাকে টার্গেট করুন। শেখ হাসিনার পতন গতকালকেই হয়ে গেছে। 

বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য শাহিন হাসনাত ও ডিইউজের সহসভাপতি রাশেদুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা এমএ আজিজ, কবি আব্দুল হাই সিকদার, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ, রফিকুল ইসলাম আজাদ, আবু সালেহ আকন, ডিআরইউ সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিকরা মিছিল বের করে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পল্টন মোড় হয়ে ঘুরে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম