আন্দোলনকারীদের দখলে ঢাকার প্রবেশ পথ বসিলা ব্রিজ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
ঢাকার প্রবেশপথ রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ আটকে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী। এসময় তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বসিলা ব্রিজ আটকে দিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকায় প্রবেশগামী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে এগারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আশপাশের পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
বসিলা এলাকার স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে নির্বিচারে কেন গুলি চালিয়ে তাদের হত্যা করতে হবে। এমন আন্দোলনে সরকার সুন্দরভাবে সমঝোতা করতে পারতেন। সেটি না করে উল্টো ছাত্রদের ওপর এমন অত্যাচার কোনোভাবেই সমর্থন পেতে পারে না।
আরেক স্থানীয় জাকের আলী জানান, ছাত্রদের নির্বিচারে হত্যা করবে। এমন হত্যাকাণ্ডে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমি আমার স্কুলে পড়ুয়া ছেলেকে নিয়ে আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করতে এ দেশের প্রশাসনকে কে অনুমতি দিয়েছে। পাকিস্তানিদের মতো কেন আমাদের নিষ্পাপ ছাত্রদের বুকে গুলি চালাতে হবে। এমন হত্যার বিরুদ্ধে আমাদের সব অভিভাবকের জনসমর্থন আছে।