Logo
Logo
×

রাজধানী

পুলিশের ব্যারিকেড ভেঙে কুড়িল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম

পুলিশের ব্যারিকেড ভেঙে কুড়িল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার, কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, নতুনবাজার থেকে কুড়িল সড়ক পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। ফলে যান চলাচল সর্ম্পূণ বন্ধ রয়েছে।

আরও জানা গেছে, কুড়িল বিশ্বরোডে সকাল ৮টা থেকে সাজোয়া জান নিয়ে পুলিশের অবস্থান করতে দেখা যায়। সকাল ১০টা দিকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অবশেষে বেলা ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা রাস্তা দখলে নেয়। ফলে কুড়িল রোডে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম