Logo
Logo
×

রাজধানী

ঢাবিতে আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৫:৪৫ পিএম

ঢাবিতে আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। এরপর টিএসসির উদ্দেশে তারা কফিন মিছিল শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে গায়েবানা জানাজা পড়েন। এরপর তারা মিছিল নিয়ে ভিসি চত্বরের সামনে যান। সেখানে দ্বিতীয় দফায় জানাজা পড়েন শিক্ষার্থীরা। 

পরে শিক্ষার্থীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দিলে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভিসি আমাদের অভিভাবক। অথচ তার বাসভবনের সামনেই আমাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম