Logo
Logo
×

রাজধানী

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

Icon

যুগান্তর প্রতিবেদক (ঢাকা উত্তর)

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:৩৫ পিএম

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: যুগান্তর 

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ আন্দোলনে একাত্মতা জানিয়ে মঙ্গলবার দুপুর ঢাকার-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। 

শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রি-মুখী সংঘর্ষের প্রতিবাদে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে জাবি অভিমুখে পদযাত্রা শুরু করে।  

ফলে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাভার থেকে ধামরাই পর্যন্ত দুপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপাশের রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। আন্দোলনে আসা শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘৫২ হাতিয়ার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের সব গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম