Logo
Logo
×

রাজধানী

রামপুরা-কুড়িল সড়ক অবরোধ, তীব্র যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১০:০০ পিএম

রামপুরা-কুড়িল সড়ক অবরোধ, তীব্র যানজট

কোটা সংস্কার দাবিতে রাজধানীর নতুনবাজার, কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার দুপুর থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ জানিয়েছে, বেলা ২টার দিকে আফতাবনগরের সামনের সড়ক অবরোধ করেন ব্র্যাক ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৪টার দিকে নতুনবাজারের সড়কে নেমে যান চলাচল আটকে দেন ইউআইইউসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পৌনে ৫টায় নতুনবাজারের অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এছাড়া কুড়িল এলাকায়ও কিছু শিক্ষার্থী সড়কে বিক্ষোভ করেছেন।

ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের এডিসি হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা সড়কে অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’-এ বলা হচ্ছে- নতুনবাজার, আফতাবনগর ও যমুনা ফিউচার পার্কের সামনে পৃথকভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নেমেছেন ব্র্যাক, নর্থসাউথ, ইস্টওয়েস্ট ও ইউআইইউর শিক্ষার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম