Logo
Logo
×

রাজধানী

মেয়র তাপস

চুরি করে সড়ক খুঁড়ছে ওয়াসা-তিতাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০২:৫৪ এএম

চুরি করে সড়ক খুঁড়ছে ওয়াসা-তিতাস

বর্ষাকালে সড়ক খননের অনুমতি না পেয়ে ঢাকা ওয়াসা ও তিতাস চুরি করে (অনুমতি ছাড়া) রাস্তা খনন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

শনিবার রাজধানীর বাংলামোটরস্থ প্ল্যানার্স টাওয়ারে আয়োজিত এক সংলাপে তিনি এমন অভিযোগ করেন।  

ডিএসসিসি মেয়র বলেন, অনুমতি না নিয়ে তারা পানির লাইন, গ্যাসের লাইন বসানোর অজুহাতে রাস্তা খনন করছে। বাধা দিলে তারা গোপনে কাজ করে, অগোচরে সড়ক নষ্ট করে ফেলে। সরকার সংস্থার এমন আচরণ কেউ প্রত্যাশা করে না।

তিনি বলেন, খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি কাজ করছে। ইতোমধ্যে জলাবদ্ধতা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। ঢাকা ওয়াসার নিকট থেকে পাওয়া খালগুলোর মধ্যে-জিরানি, মান্ডা, শ্যামপুর এবং কালু নগর খাল বিশেষ গুরুত্বপূর্ণ। এ খালগুলোর উন্নয়নে প্রকল্প অনুমোদন করেছে সরকার। যার মাঠ পর্যায়ের কাজও শুরু হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নারগিস মাহতাব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম