প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম মোস্তফা (৬৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি চেক জালিয়াতি মামলায় বন্দি ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে এ হাসপাতালের ২১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা এর আগে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলায়। তার বাবা মৃত মমতাজ উদ্দিন।