কাওরানবাজার থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তারা হলেন- শাকিল, সজিব ও আব্দুল মালেক। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি ব্লেড জব্দ করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে কাওরানবাজার শুঁটকিপট্টির সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুটি চাকু ও একটি ব্লেড জব্দ করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতার তিনজনই কাওরানবাজার কেন্দ্রিক চিহ্নিত ছিনতাইকারী। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। গাড়িতে করে আসা-যাওয়ার সময় তারা ছোঁ মেরে মোবাইল ফোন অথবা মানিব্যাগ নিয়ে যান। কেউ বাধা দিলে কিংবা ধরা পরে গেল ছুরি বা ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেফতার তিনজন আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে একই অপরাধে জড়িয়ে পড়ে। শাকিলের বিরুদ্ধে চার, সজিবের বিরুদ্ধে পাঁচ ও আব্দুল মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।