৭ তলায় ফ্ল্যাটের কার্নিশে বসেছিলেন গৃহকর্মী, অতঃপর যা ঘটল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০২:২২ পিএম
৭ তলায় ফ্ল্যাটের কার্নিশে গৃহকর্মী আইরিন। ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মহত্যার চেষ্টা করছিলেন ১৪ বছরের গৃহকর্মী আইরিন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সংবাদ দেওয়া হয় বারিধার ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বুধবার সকাল সোয়া ১০ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বহুতল একটি ভবনের ৭ম তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন ৩ এর উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকে ৭ম তলায় একটি আবাসিক ফ্ল্যাটের কার্নিশে একজন গৃহকর্মী আত্মহত্যার উদ্দেশ্যে অবস্থান নেয়। সংবাদ পাওয়ার পর বারিধার ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আধঘণ্টার মধ্যে ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে গৃহকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি বলেন, উদ্ধার শেষে ভাটারা থানার পুলিশের কাছে গৃহকর্মীকে হস্তান্তর করা হয়। জানা যায়, মেয়েটির নাম আইরিন, বয়স ১৪ বছর। তার পিতার নাম আল আমিন, সে উক্ত ভবনের ৫ম তলার পারভিন আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।