শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট
রাজধানীর ভাটারা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় সর্বশেষ রকসি আক্তারও (২০) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ চারজনের সবাই মারা গেলেন।
রোববার ভোর ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ১০ জুন রাতে এসি বিস্ফোরণে এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোর ৪টায় শিশু আয়ান (৩), বৃহস্পতিবার ফুতু আক্তার (১৮) ও শনিবার আব্দুল মান্নান (৬০) মারা যান।
তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলা মাইজ পাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ চারজনের মধ্যে সবাই মারা গেছেন। বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।