Logo
Logo
×

রাজধানী

ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৩:১৩ এএম

ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সৈয়দ মোহাম্মদ তিতুমীর (৬৭) নামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. সুজন মিয়া বলেন, তিতুমীর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত সৈয়দ হাসান আলী। তার হাজতি নম্বর ২৩১০০/২৪।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ থেকে একজন যুদ্ধাপরাধীকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম