গাড়ি পার্কিংয়ে অবৈধ দোকান বন্ধে ঈদের পরে অভিযান: মেয়র আতিক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৯:৫৩ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান বন্ধে ঈদের পর অভিযান শুরু করা হবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় গুলশান-বাড্ডা লিংক রোডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডিএনসিসি, গুলশান সোসাইটি ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গুলশান এলাকায় মোট ৫ হাজার গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানস্থলে পৌঁছে মেয়র আতিক গুলশান লেকে অবৈধ পয়ঃবর্জ্যর সংযোগ দেখতে পান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে কলাগাছ দিয়ে অবৈধ সংযোগ বন্ধের নির্দেশ দিলে তা বন্ধ করে দেওয়া হয়।
মেয়র বলেন, শহরে সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠাণ্ডা করার জন্য এসি লাগাচ্ছেন, কিন্তু অনসাইটে সুয়ারেজ ব্যবস্থাপনা করার বিষয় কেউ চিন্তা করছেন না। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। শহরে গাছ লাগানোর জায়গা অপর্যাপ্ত তাই সবাইকে ছাদবাগান করার আহ্বান করছি। ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়ার বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হাজেরা খাতুন, আমেনা বেগম প্রমুখ।