Logo
Logo
×

রাজধানী

যুগান্তরে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ফুটপাতের সেই নার্সারি উচ্ছেদ

Icon

যুগান্তর প্রতিবেদন, মোহাম্মদপুর

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:৫২ পিএম

যুগান্তরে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ফুটপাতের সেই নার্সারি উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুরের সড়কের ফুটপাত দখল করে ফুল ও ফলজ গাছের কয়েকটি নার্সারি বসিয়ে প্রতি মাসে লাখ টাকা চাঁদাবাজি করছেন এক ছাত্রলীগ নেতা- এমন খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সেই নার্সারি উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে পুলিশ।

‘ফুটপাত দখল, নার্সারি বসিয়ে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি’ শিরোনামে গেল মঙ্গলবার যুগান্তরে খবর প্রকাশ হলে বুধবার সকাল ১১টায় মোহাম্মদপুর থানা পুলিশ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়।

ফুটপাত দখল, নার্সারি বসিয়ে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, যুগান্তরে ফুটপাত দখল করে নার্সারি বসিয়ে চাঁদাবাজির একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়। এরপর স্যারদের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে আমাদের থানার টিম উচ্ছেদ অভিযান চালায়। সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কিংবা কোনো ফুটপাত দখল যেন কেউ না করতে পারে, সেদিকে আমাদের নজর রাখতে ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক আমরা খেয়াল রাখছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম