স্থানীয়দের অনশন
জুরাইনে জলাবদ্ধতা ও গ্যাস সংকট নিরসনের দাবি
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:৫৬ পিএম
রাজধানীর পূর্ব জুরাইনে জলাবদ্ধতা ও গ্যাস সংকট নিরসনের দাবিতে অনশন করেছেন এলাকাবাসী। স্থানীয় মিজানুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুরাইন মিষ্টির দোকানের সামনে এ অনশন পালন করা হয়।
বিকাল ৪টার দিকে ঢাকা-৪ আসনের সংসদ-সদস্য ড. মো. আওলাদ হোসেন এসে অনশন ভাংতে অনুরোধ করলেও স্থানীয়রা রাজি হয়নি।
বাসিন্দারা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। লালমিয়া সরকার রোড, মুরাদপুর মাদ্রাসা রোড, মুরাদপুর মেডিকেল রোড, মুরাদপুর হাইস্কুল রোড, কুসুমবাগ, বিড়ির ফেক্টরি ও বাগানবাড়ি এলাকা বেশিরভাগ সময়ই পয়ঃনিষ্কাশনের পানিতে তলিয়ে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লা ও দুর্গন্ধময় পানির মধ্যেই বসবাস করছেন অনেকে। এতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা।
মিজানুর রহমান যুগান্তরকে বলেন, ঘূর্ণিঝড় রিমাল অতিবাহিত হওয়ার চার দিন পরও জুরাইনের বাসাবাড়িতে হাঁটুপানি ও তীব্র গ্যাস সংকট। এতে মানুষের যে দুঃখ-কষ্ট, যন্ত্রণা দেখছি মানুষ হিসাবে তা সহ্য করতে পারছি না। গ্যাস সংকটে মানুষ রান্নাবান্না করতে পারছে না। খেয়ে না খেয়ে তারা দিন কাটাচ্ছে।
এ বিষয়ে সংসদ-সদস্য ড. মো. আওলাদ হোসেন বলেন, জুরাইন এলাকার রাস্তা উঁচু করার কারণে বাসাবাড়ি ও নিচু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাছাড়া ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণেও বিভিন্ন স্থানে ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন হতে পারছে না। গ্যাসের সমস্যা সমাধানে শিগগিরই কাজ শুরু হবে।